ওবিসি সার্টিফিকেট পেতে চাষি কৈবর্ত (মাহিষ্য) সমাজের মানুষের করনীয় কি?


     ক) অন লাইন ফর্ম ফিলাপ করা কপি।

     খ) দুটো পাশর্পোট ছবি।

    গ) নিজের ও পিতার ভোটার ও রেশন কার্ডের জেরক্স।

     ঘ) বাড়ীর পঞ্চায়েত / মিউনিসিপ্যালিটির ট্যাক্সের রশিদ জেরক্স।

     ঙ) পারিবারিক ( পিতা, মাতার) আয় সার্টিফিকেট।

     চ) ১০ জন প্রতিবেশীদের স্বাক্ষী হিসাবে জাতি চাষি কৈবর্ত উল্লেখিত ঘোষণা পত্র ও স্বাক্ষরিত ভোটার কার্ডের জেরক্স। 

মনে রাখতে হবে অশুভ শক্তির সঙ্গে লড়াই করতে গেলে একটু মানসিক দৃঢ়তা লাগে। তাই এলাকায় সংগঠিত হোন। শিক্ষিত বেকার যুবক যুবতী, ছাত্র ছাত্রীদের এই কাজে এগিয়ে আসতে হবে। কারো কাছে মাথা নত নয়, মাথা উঁচু করে নিজের সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত করতে এগিয়ে আসুন। মনে রাখতে হবে পঞ্চম শ্রেণী থেকে সকলের স্টাইপেন্ড থাকার সত্ত্বেও আপনি আপনার ভাইবোন বঞ্চিত। ২৭% কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ থেকে ও রাজ্য সরকারের ৭% সংরক্ষণ থেকে বঞ্চিত। সরকারি চাকরিতে বয়সসীমার পরেও ৩ বছরের বাড়তি ছাড় থেকে বঞ্চিত। উচ্চ শিক্ষার লোন থেকে বঞ্চিত। বেকারদের কর্মসংস্থান সংক্রান্ত নানা ধরনের প্রকল্প থেকে বঞ্চিত। 

যারা বলছে সংরক্ষণ তুলে দেওয়া হোক। জাতপাত সংরক্ষণ মানিনা। তাদের বলুন ভাই আইন সভায় গিয়ে সংবিধান পরিবর্তন করে তারপর বল, আমিও সমর্থন করব কিন্তু যতক্ষণ পর্যন্ত না তা হচ্ছে সাংবিধানিক অধিকার হিসেবে আমাদের তা গ্রহণ করতে হবে। স্বাধীনতার ৭৫ বছর ধরে সংরক্ষণের সুযোগ থেকেও না নিয়ে আমরাই কেবল বঞ্চিত থেকে গেছি। সুতরাং আর ভুল নয়, চলো সবাই ওবিসি সার্টিফিকেট নিতে আবেদন পত্র জমা করি। রাজনীতি নয় জাতি সংগঠনের মাধ্যমে নিজের সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত করি। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি। জয় ওবিসি। 

                                                                                                                   সিদ্ধানন্দ পুরকাইত

                                                                                                                           সম্পাদক 

                                                                                                              চাষি কৈবর্ত (মাহিষ্য) সমাজ