২৬/ ২/২০২৩ তারিখ, বঙ্গীয় হেলে / হালিয়া/ চাষী কৈবর্ত (মাহিষ্য) সমাজের রাজ্য সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হইতেছে। সৌজন্যে ডায়মন্ড হারবার চাষী কৈবর্ত সমাজ।
২৬/ ২/২০২৩ তারিখ, বঙ্গীয় হেলে / হালিয়া/ চাষী কৈবর্ত (মাহিষ্য) সমাজের রাজ্য সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হইতেছে। সৌজন্যে ডায়মন্ড হারবার চাষী কৈবর্ত সমাজ।
মূল আলোচ্যবিষয় -
আমাদের সমাজে কারা কারা ওবিসি সম্প্রদায়ভুক্ত এবং OBC সার্টিফিকেট পাওয়ার অধিকারী। ওবিসি সার্টিফিকেট না থাকার জন্য তারা কি কি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা কিভাবে সার্টিফিকেট পেতে পারি এবং সার্টিফিকেট অন্যদের পাইয়ে দেবার ব্যবস্থা করতে পারি।
নাম নথিভুক্ত করন ও ডেলিগেশন ফি Rs 200 টাকা, ইচ্ছুক ব্যক্তিরা নাম নথিভুক্ত করনের জন্য এই লিঙ্কে ক্লিক করে ফর্ম পূরণ করুন -
https://forms.gle/UmVLiKcGpsFftx5c7
[ বি.দ্র. - প্রতি ব্যাচে 20 জনের বেশী নেওয়া হবেনা। ডেলিগেট ফি কেবলমাত্র মেটিরিয়াল ও পরিসেবা অর্থাৎ চা, টিফিন, লাঞ্চের জন্য। ]
আজকের ডায়মন্ড হারবার শহরে দেশবরেণ্য চারুচন্দ্র ভান্ডারীর 38তম প্রয়াণ দিবস উদযাপন হয় দেশবরেণ্য চারুচন্দ্র ভান্ডারী স্মৃতি রক্ষা কমিটি ও ডায়মন্ড হারবার চাষি কৈবর্ত সমাজের পক্ষ থেকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমার মহকুমা শাসক মহাশয়, ডায়মন্ড হারবার থানার অফিসার ইনচার্জ, পৌরসভার চেয়ারম্যান, 13 ওয়ার্ডের কাউন্সিলর, খাদি মন্দিরের সভাপতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ।