সাথী,
কোলকাতায় হাইকোর্টের নির্দেশ মোতাবেক ২০১০ থেকে ইস্যু সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত নির্দেশনার কারনে চাষি কৈবর্ত ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছেন, তাদেরকেও সতর্ক করছি, আপনারাও যদি সতর্ক না হোন, তাহলে আগামী দিনে হয়রানি ভোগ করতে হতে পারে।
এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সমস্ত সতর্কতা মূলক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আপনার সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত বিষয়ের ডিটেইলস দিয়ে, জাতি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যতে কোন রকম হয়রানি থেকে রক্ষা পেতে পারেন ।
পশ্চিমবঙ্গের হেলে/হেলিয়া/চাষী কৈবর্ত/ দাস কৈবর্ত সার্টিফিকেট প্রাপ্ত সকল ব্যক্ত গন নিজেদের ওবিসি সার্টিফিকেটের সরকারী মান্যতা বজায় রাখতে চান, তারা নিজেদের নিম্নলিখত সঠিক তথ্য গুলি প্রদান করুন নীচের লিঙ্কে ক্লিক করে
https://database.ranirashmoni.com/
মনে রাখবেন ঐক্যবদ্ধ দাবি একমাত্র আমাদের অস্তিত্ব বজায় রাখতে পারে। সুতরাং অবিলম্বে উপরিউক্ত লিঙ্ক ক্লীক করে আপনার তথ্য দিয়ে রাখুন এবং এই সংক্রান্ত বিষয়ে সমস্ত আপডেট পেতে থাকুন। জয় রাণী রাসমণির জয়।
সিদ্ধানন্দ পুরকাইত
সম্পাদক
ডাঃ হাঃ চাষি কৈবর্ত সমাজ।